tigerBreaking News Others 

সুন্দরবনে লোকালয়মুখী বাঘ: চলছে গণনা ও বিশ্লেষণের কাজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে খবর। কেন্দ্রের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই তথ্য সামনে এনেছে। এই আবহে সুন্দরবনে লোকালয়মুখী হয়ে পড়ছে রয়েল বেঙ্গল টাইগার। এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে,সাম্প্রতিককালে বেশ কিছু ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল ছেড়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মধ্যে প্রবেশ করেছে একাধিক বাঘ। পূর্বের তুলনায় বাঘের সংখ্যা বেড়ে যেতেই এলাকা দখলের লড়াই চলছে বলেও বিশেষজ্ঞদের অভিমত।

পাশাপাশি খাবারের অভাবও দেখা দিচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সবমিলিয়ে লোকালয়ে বাঘের হামলা নিয়ে উদ্বেগ বেড়েছে । এইসব কারণেই বাড়ানো হচ্ছে ফেন্সিংয়ের এলাকা। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ১২ কিলোমিটার অঞ্চল জুড়ে দেওয়া হবে নতুন ফেন্সিং। ফেন্সিংয়ের জন্য নয়া প্রযুক্তিও ব্যবহার করতে চলেছে রাজ্য। এই সংক্রান্ত বিষয়ে আরও উল্লেখ করা হয়, এখন থেকে নতুন করে কোনও বাঘ ধরা পড়লে সেক্ষেত্রে ছাড়া হবে কম সংখ্যক বাঘ রয়েছে এমন এলাকায় । কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতো এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে রাজ্য বন দফতর।

উল্লেখ করা যায়,সুন্দরবন অঞ্চলে এখন মোট বাঘের সংখ্যা ৯৬টি। এইসংখ্যা ৩ বছর পূর্বে বাঘশুমারির ফলাফল অনুযায়ী। আবার গত জানুয়ারি মাস থেকে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হয়েছে। রাজ্যের কাছে কেন্দ্রের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে রাজ্যকে জানানো হয়েছে, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment