রথযাত্রার পীঠস্থানরূপে সজ্জিত হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার পীঠস্থান হয়ে উঠবে মাহেশ। পর্যটনকেন্দ্র হিসাবে ভারতের মানচিত্রে স্থান করে নেওয়ার জন্য প্রয়াস চলবে। মাহেশে পর্যটন প্রকল্প উদ্বোধন হতে চলেছে। ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করবেন। মাহেশবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে পর্যটন মানচিত্রে মাহেশের নাম আরও বর্ণময় হবে বলেও তাঁরা মনে করছেন।
উল্লেখ করা যায়,নবরূপে সেজে উঠছে মাহেশের জগন্নাথ মন্দির। হুগলি জেলার প্রাচীন ঐতিহ্যপূর্ণ মাহেশের জগন্নাথ মন্দির ও অন্যান্য মন্দির সংলগ্ন জায়গাগুলির উন্নতিসাধনে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বিশেষ ভূমিকা পালন করেছেন।
দীর্ঘ ৬২৫ বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ মন্দির সংস্কারের কাজ প্রায় শেষলগ্নে। মন্দির, ভোগের ঘর ও প্রসাদ ঘর সহ অন্যান্য দেব-দেবীর মন্দির সংস্কারের কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন জিটি রোডের ওপর সুদৃশ্য তোরণ তৈরির কাজও প্রায় শেষ বলে জানা গিয়েছে। পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন এই সংস্কারের কাজ খতিয়ে দেখেছেন। জেলাশাসক, বিধায়ক, ট্রাস্টি বোর্ডের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বৈঠকও করেছেন।

