তৃতীয় বারের জন্য ক্ষমতায় তৃণমূল-রাজ্যবাসীকে ধন্যবাদ মমতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক না করলেও কালীঘাটে উপস্থিত হওয়া অগণিত কর্মীদের ধন্যবাদ জানিয়ে মমতার মন্তব্য, “এই জয় বাংলার জয়। বাংলাই পারে।” তাঁর আরও মন্তব্য, “এখন প্রথম কাজ করোনা নিয়ন্ত্রণ। কোভিডের জন্য সকলে যত্ন নিন।”
গোটা রাজ্যে সকাল থেকেই ট্রেন্ড স্পষ্ট হলেও নন্দীগ্রামে জোর টক্কর চলে। বিজয় মিছিল নিয়েও দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বললেন,”বিজয় মিছিল এখনই নয়। আপনারা সকলে বাড়ি গিয়ে ভালো করে স্নান করুন। সকলে মাস্ক পরুন। বিজয় মিছিল নিয়ে পরে জানানো হবে।”
রাজ্যের ফল অনেকটা নিশ্চিত হতেই দেখা গেল কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অফিসে প্রবেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পান তৃণমূল নেত্রী। রাজ্যে ফের ক্ষমতায় আসীন হতেই নিজের পায়ে উঠে দাঁড়ালেন মমতা।

