manika batraOthers Sports 

আইটিটিএফ বিশ্ব রাঙ্কিংয়ে মণিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইটিটিএফ বিশ্ব রাঙ্কিং তালিকায় উত্তরণ ঘটল ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রার। সিঙ্গলস ইভেন্টে ১০ ধাপ ওপরে উঠল। এই মুহূর্তে তিনি রয়েছেন ৩৮ নম্বর স্থানে। পাশাপাশি ৬৬ নম্বর স্থানে রয়েছেন অর্চনা কামাথ। অন্যদিকে পুরুষ বিভাগে ভারতের জি সাথিয়ান রাঙ্কিং তালিকায় ৩৪ নম্বর স্থানে রয়েছেন। উল্লেখ করা যায়, সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়ন হওয়া শরৎ কমল রয়েছেন ৩৭ নম্বর স্থানে।

Related posts

Leave a Comment