বিশেষ নজরে নন্দীগ্রাম : কর্মসূচি নিয়ে আসরে তৃণমূল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তি। আগামীকাল এই বিষয় নিয়ে জোর তৎপরতা। সরকারের সাফল্য তুলে ধরতে বেশ কিছু পরিকল্পনাও নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় ৷ বর্তমান রাজনৈতিক আবহে তৃণমূলের বিশেষ নজরে রয়েছে নন্দীগ্রাম। উল্লেখ করা যায়, বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক হিসাবে এই জয়ের পর রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মত,নন্দীগ্রাম নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তৃণমূলের। তাই বিশেষ নজর রয়েছে তৃণমূল নেতৃত্বের। একপ্রকার বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই লক্ষ্য।
দলীয় সূত্রের খবর, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে সভা অনুষ্ঠিত হবে তৃণমূলের। উপস্থিত থাকার কথা কুণাল ঘোষ সহ দলীয় নেতৃত্বের। জমি আন্দোলনের মাটির সঙ্গে তৃণমূলের যে যোগসূত্র রয়েছে,তা মনে করিয়ে দিতে এই সভা ৷ পাশাপাশি বিধানসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে পরাজিত হলেও উন্নয়নে যে সামিল থাকবেন, তা স্পষ্ট করে সেখানকার মানুষকে বুঝিয়ে দেওয়া। বিরোধী দলনেতাকে টক্কর দেওয়াও একটা উদ্দেশ্য,এমনটা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ। নন্দীগ্রামকে বেছে নেওয়ার পিছনে একটা যুক্তি অবশ্যই রয়েছে।
তৃণমূল দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, ৫ মে রাজ্যের তৃতীয়বার সরকার গঠনের বর্ষপূর্তিকে সামনে রেখে চলছে জোর আয়োজন। এবার তৃণমূল ও রাজ্য সরকার পৃথক দুটি কর্মসূচি পালনের জন্য আসরে নামছে। সরকারের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ৫ মে থেকে ৬ জুনকে সামনে রেখে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। ওই অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণ করতে নবান্নে রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে হয়। । এ বিষয়ে স্পষ্ট রূপরেখা ঠিক করা হবে বলেও জানা যায়। রাজ্যের বিভিন্ন দফতরের ১১ বছরের সাফল্যের খতিয়ান তৈরির কাজ শুরু হয়েছে। বাংলার মানুষের জন্য কী কী কাজ হয়েছে এই কর্মসূচিতে সেই খতিয়ান তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলেও জানা যায়।

