ভারত-নেপাল সম্পর্ক সহজ করার প্রচেষ্টা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানচিত্র-বিতর্ক নিয়ে দু-দেশের সম্পর্কে চিড় ধরেছিল। সূত্রের খবর, এবার নেপালের সঙ্গে সম্পর্ক সহজ করার পথে পা বাড়াল ভারত। এক্ষেত্রে জানা গিয়েছে, সেনাপ্রধান জেনারেল মনোজমুকুন্দ নরবণে নভেম্বরের গোড়ায় কাঠমান্ডু সফরে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এই সফর পূর্বনির্ধারিত ছিল। করোনাজনিত পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে ভারতীয় ভূ-খণ্ডকে অন্তর্ভুক্ত করে নেপালের নতুন মানচিত্র সংসদে পাশ করানোর বিষয়ে তিক্ততা তৈরি হয়। এরপর সেনাপ্রধানের নেপাল সফর ঘিরে তৎপরতা চলছে।

