maradonaOthers Sports 

মারাদোনার নামে মিউজিয়াম হওয়ার সম্ভাবনা কলকাতায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মারাদোনাকে নিয়ে মিউজিয়াম হওয়ার সম্ভাবনা কলকাতায়। এমনটাই জানান ববি চেমানুর। উল্লেখ্য, প্রায় ৮ বছর আগে কেরলে মারাদোনাকে নিয়ে এসেছিলেন এই চেমানুর।

এক্ষেত্রে জানা গিয়েছে, তাঁর কোম্পানিই এই মিউজিয়াম গড়ার উদ্যোগ নিতে চলেছে। সূত্রের খবর, ‘হ্যান্ড অফ গড’-এর আদলে সোনার মূর্তি রাখার ভাবনা রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার ফুটবলার মারাদোনার জীবনের বিভিন্ন বিষয় ও ঘটনা তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment