দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ বাতিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় করোনার আবহে বাতিল হয়েছে গেল ইংল্যান্ডের ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল শুক্রবার। ইংল্যান্ড টিম জানতে পারে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার করোনা আক্রান্ত।
সূত্রের খবর, ম্যাচটা হওয়ার কথা ছিল রবিবার। তবে ওই দিন টিমের একাধিক সাপোর্ট স্টাফের করোনা ধরা পরেবলে জানা যায়। এরপর বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যের কথা বিবেচনা করে দুই বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে সম্পূর্ণ সিরিজই বাতিল করার।

