BagmariLifestyle Others 

বাগমারি প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে পাঁচ কন্যার শুভ বিবাহ অনুষ্ঠান

আমার বাংলা অনলাইন নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ বাগমারি প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে পাঁচ কন্যার শুভ বিবাহ অনুষ্ঠান। প্রগতি সংঘ ক্লাবের কার্যকর্তা রাজীব চক্রবর্তী জানান এটা তাদের সপ্তম তম বর্ষ। করোনা পরিস্থিতির জন্য একবছর মানুষ যে সমস্যার মধ্যে পড়েছে সেই কারণেই এই উদ্যোগ বেশি করে নেওয়া আরও প্রয়োজন।

বীরভূম তারাপীঠ এবং পূর্ব মেদিনীপুর থেকে পাঁচ কন্যাকে আজ বিয়ে দেওয়া হল। উপহার হিসেবে থাকছে খাট আলমারি, সাইকেল এবং সেলাই মেশিন। এছাড়া সোনার বালা, কানের দুলও রয়েছে। ছেলের জন্য থাকছে সোনার আংটি। সংসার করতে যা যা প্রয়োজন সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে।

Related posts

Leave a Comment