মেদিনীপুরের সৌহার্দ্য পেলেন স্বীকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন মেদিনীপুর শহরের সৌহার্দ্য দে। সূত্রের খবর, ভার্চুয়ালি তাকে এই পুরস্কার দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সূত্রের আরও খবর, শিল্প ও সংস্কৃতির উপর কাজ করে এই সম্মান পেয়েছেন তিনি। তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ করা যায়, বিদ্যাসাগর শিশুনিকেতনের একাদশ শ্রেণীর ছাত্র সৌহার্দ্য এবার আইসিএসই পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়েছে। পাশাপশি সৌহার্দ্যের বাবা শক্তিপদ দে মেদিনীপুর কলেজের ইতিহাসের অধ্যাপক। তাঁর মা জয়িতা দে পিড়াকাটা উচ্চবিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা।
জানা গিয়েছে, সৌহার্দ্য মাত্র ১৩ বছর বয়সে প্রথম ‘সাইন অব সূর্যবংশ’ বই লিখেছে কবিতার আকারে। পরবর্তীতে তাঁর ‘দা ক্রিনিক্যাল অব সূর্যবংশ’ নামে নাট্যরূপে আরও একটি বই বের হয়। বিভিন্ন ইংরেজি সংবাদ পত্রেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দ্যের লেখা প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডেও তাঁর নাম ওঠে। আবার ২০১৯ সালে ‘ফেলো অব দা রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড’ এর স্বীকৃতি পেয়েছে সৌহার্দ্য। মোঘলদের ইতিহাস নিয়েও তাঁর লেখালেখি রয়েছে।

