মিড ডে মিল নিয়ে নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের জুন মাসের মিড ডে মিলের বরাদ্দ কমছে বলে জানা গিয়েছে। আগামী ৭ জুন থেকে মিড-ডে-মিল প্রক্রিয়া রাজ্যের স্কুলগুলি শুরু করতে পারবে বলেই নির্দেশিকা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ওই নির্দেশিকায় জানা গিয়েছে, মিড ডে মিলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ছোলা।
উল্লেখ করা যায়, শিশুদের পুষ্টি বাড়ানোর জন্য মিড ডে মিলের তালিকায় ছোলাকে অন্তর্ভুক্ত করা হয় গত বছর । আবার মিড ডে মিলের তালিকা থেকে ছোলা বাদ দেওয়া ছাড়াও কমানো হয়েছে চিনি ও সোয়াবিনের পরিমান। সূত্রের আরও খবর, মে মাস পর্যন্ত ৫০০ গ্রাম চিনি এবং ২০০ গ্রাম সোয়াবিন মিড ডে মিলের তালিকায় দেওয়া হয়েছিল। জুন মাস থেকে তা কমিয়ে দেওয়া হচ্ছে। চিনি দেওয়া হবে ২৫০ গ্রাম ও সোয়াবিন দেওয়া হবে ১০০ গ্রাম।
গতবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মিড ডে মিলের তালিকায় বেশ কিছু খাদ্যদ্রব্য অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার। চিনি ও ডাল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মিড ডে মিলের তালিকায় । এবার সেই তালিকা কাটছাঁট করেছে রাজ্য । মিড ডে মিলের তালিকায় ছোলা অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, করোনা নিয়ম-বিধি মেনেই পড়ুয়াদের অভিভাবকরাই মিড-ডে-মিল সংগ্রহ করবেন স্কুল থেকে।

