Bianca Andreescu-1Others Sports 

চোটের কারণে টেনিস থেকে সরলেন বিয়াঙ্কা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পেটের পেশিতে টান পড়ায় চলতি স্থাসবুর্গ টেনিস থেকে সরে গেলেন বিশ্বের ৭ নম্বর মহিলা টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। সূত্রের খবর, প্রথম রাউন্ডে সহজেই ম্যাচ জয়ী হন কানাডার এই টেনিস তারকা। এ বিষয়ে বিয়াঙ্কার মন্তব্য, ‘পেটের পেশিতে কিছু সমস্যা অনুভব করছি। ফরাসি ওপেনের আগে ঝুঁকি নেব না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’।

Related posts

Leave a Comment