Mikel Arteta-1Others Sports 

করোনা-যুদ্ধ জয়ী মিকেল আর্তেতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা-যুদ্ধে জয়ী আর্তেতা। করোনা-যুদ্ধে জিতে ফিরলেন স্বাভাবিক জীবনে। আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা জানিয়েছেন, তিনি আগের থেকে অনেক সুস্থ এবং প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন। উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ডে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরই তিনি প্রথম সংক্রমিত হন। এর জেরে প্রিমিয়ার লিগ কমিটি বাকি সমস্ত ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আবার আর্তেতা করোনা-আক্রান্ত হওয়ার পর সেই তালিকায় নাম যুক্ত হয়েছিল চেলসির কালাম-হাডসন-ওদোই-এর। হাডসন আপাতত রয়েছেন চিকিৎসাধীন।

Related posts

Leave a Comment