ঐতিহাসিক জয়ের ১১০ বছর পূর্তি মোহনবাগানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খালি পায়ে ব্রিটিশকে হারানো। তারই ১১০ বছর পূর্তি। করোনা ও বৃষ্টির আবহেও অম্লান মোহনবাগান দিবস।
মোহনবাগান দিবসে এবার পতাকা উত্তোলন, পুরস্কার বিতরণী, বাংলা ব্যান্ড ক্যাকটাসের পারফরম্যান্স সবই মোহনবাগানের ফেসবুজ পেজ থেকে লাইভ।
১৯১১ সালের আজকের দিনে ব্রিটিশ ফুটবল দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জয়ী হয়েছিল মোহনবাগান। ওই ঐতিহাসিক জয়ের ১১০ বছর পূর্ণ হল। সবুজ-মেরুন সমর্থকদের আবেগ থেমে নেই। প্রিয় ক্লাবের জন্য মাতোয়ারা মোহনবাগান সমর্থকরা ।
খালি পায়ে ব্রিটিশ ফুটবল দলকে পরাজিত করে ১১জন বাঙালি। ভারতীয় ফুটবল ছাড়াও এদেশের স্বাধীনতা আন্দোলনে সেই জয় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ক্লাব সূত্রের খবর,এবার মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হবে প্রয়াত গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ওই পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও ফুটবলার রয় কৃষ্ণাকে পুরষ্কৃত করা হবে।
এছাড়া বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হবে বিদিশা কুন্ডুকে। এবার কিছুটা ভার্চুয়াল হচ্ছে এই অনুষ্ঠান। পতাকা উত্তোলন সহ পুরস্কার বিতরণী পর্ব মোহনবাগানের ফেসবুক পেজে লাইভ দেখানো হয়েছে। জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ মোহনবাগানের ফেসবুক পেজে লাইভ পারফর্ম করতে চলেছে বাংলা ব্যান্ড ক্যাকটাস।

