Shipra BasuHealth Lifestyle Others 

সঙ্গীত শিল্পী শিপ্রা বসুর প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিপ্রা বসু। ২০০৮ সালের ২২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় প্রয়াত হন। তিনি ছিলেন হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের খ্যাতনামা ভারতীয় বাঙালি শিল্পী। ঠুমরি, গজল ও দাদরা প্রভৃতি রাগাশ্রয়ী সঙ্গীতে সমান পারদর্শী ছিলেন শিপ্রাদেবী। ছোটবেলায় তাঁর সঙ্গীতে হাতেখড়ি হয় আচার্য চিন্ময় লাহিড়ীর কাছে। প্রথম থেকেই সঙ্গীতের প্রতি তাঁর তীব্র অনুরাগ ও সাধনা ছিল। বাংলা রাগাশ্রয়ী, বাংলা আধুনিক গান ও নজরুল গীতিও গেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গানগুলি হল- ”আকাশে যার ওড়ার নেশা”, ”ভালবাসা চোখে”, ”বল কানে কানে”, ”তোমাকে ভালবেসে”, ”ভালবেসে ব্যথা সইবো কেমনে”, ”সঙ্গী যে কে মন কে আমার”, ”জোনাকি চায় না জ্যোৎস্না” ও ”আহা মন কেমন করে” প্রভৃতি। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য নজরুল গীতিগুলি হল- ”এসো প্রিয় আরো কাছে”, ”আমি নতুন করে গড়ব ঠাকুর” ও ”সে দিন ছিল কি গোধূলি লগন”। তাঁর গান আজও মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

Related posts

Leave a Comment