nabanna and mamataBreaking News Others 

নবান্নে একগুচ্ছ নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নবান্ন থেকে একগুচ্ছ নয়া সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি। নয়া প্রমোশনের সুবিধা যেমন রয়েছে, তেমনি মেডিক্যাল বেনিফিটের একাধিক ক্ষেত্রও রয়েছে।

নতুন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়োগের বিষয়টিও রয়েছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলেছেন, “২০০ জন করে আমরা ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস-এ নিয়োগ করব। নতুন করে পুলিশ জেলা হয়েছে তাই আমরা নেব।”

পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য নতুন ঘোষণা করেছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস-এর অফিসারদের জন্য দুটো করে বাড়তি ইনক্রিমেন্ট-এর সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অফিসারদের ডিপার্টমেন্টাল পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে এবার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে দেওয়া যাবে বলে জানানো হয়।

আইএএস,আইপিএসদের মতো বিশেষ ভাতার সুবিধা পাবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও। তিনি আরও বলেছেন, “বার্ষিক হেলথ চেকআপ আইএস,আইপিএসদের যেমন করা হয়েছে তেমনই ৪০ বছরের ওপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদেরও বাধ্যতামূলকভাবে সরকারি খরচে হেলথ চেকআপ করা হবে।”

ইউনিফর্ম অ্যালাউন্স বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদের জন্য নতুন করে একটি ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করেছেন। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment