Nangala-402-1Others 

‘নাঙ্গালা-৪০২’ ডুবোজাহাজ উদ্ধারে প্রচেষ্টা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি উপকূলে ডুবোজাহাজটি ডুবে যায়। তার ধ্বংসাবশেষ উদ্ধার করার কাজ শুরু হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে। এক্ষেত্রে বলা হয়েছে, ওই ডুবোজাহাজের নাবিকদের মৃত্যু হয়। এরপর আত্মীয়-পরিজনরা যাতে তাঁদের শ্রদ্ধা জানাতে পারেন, সে বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে। উল্লেখ করা যায়, ৫৩ জন নাবিককে নিয়ে ‘নাঙ্গালা-৪০২’ নামে ইন্দোনেশিয়ার ওই ডুবোজাহাজটি তলিয়ে যায়। সমুদ্রের তলদেশে সেটি দু-ভাগ হয়ে ভেঙে যায় বলে আন্দাজ করা হচ্ছে।

Related posts

Leave a Comment