নেপালে সর্বদল বৈঠক ডেকে রফাসূত্র খোঁজার চেষ্টা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেপালে সর্বদল বৈঠক। সূত্রের খবর, প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় নেপালে। এ বিষয়ে আরও জানা যায়, এই অবসানের পথ খোঁজার জন্য সর্বদলীয় বৈঠক ডাকলেন অধুনালুপ্ত হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার অগ্নিপ্রসাদ সাপকোটা। সূত্রের আরও খবর, আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এক্ষেত্রে আরও জানা যায়, প্রাক্তন স্পিকার ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে রফাসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে বলে খবর।

