ভারতে তৈরি করোনা প্রতিষেধক নেপালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেপালকে উপহার। সূত্রের খবর, ভারতে তৈরি করোনা প্রতিষেধকের এক লক্ষ ডোজ নেপালের সেনাবাহিনীকে উপহার দিল ভারতীয় সেনা। এক্ষেত্রে জানা গিয়েছে, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে এই উপহার তুলে দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। বিষয়টি ট্যুইট করে জানিয়েছে নেপালে ভারতীয় দূতাবাস। এ বিষয়ে আরও জানা যায়, ভারতের উপহার প্রাপ্তির পর চিন ৮ লক্ষ ডোজ করোনা প্রতিষেধক অনুদান পাঠিয়েছে নেপালকে।

