ব্যাডমিন্টনে নতুন এশিয়া চ্যাম্পিয়ন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: নতুন এশিয়া চ্যাম্পিয়ন চিরাগ -সাত্ত্বিক। দুবাইয়ে পদক চিরাগ ও সাত্ত্বিকের। এই জুটি ৫৮ বছরের খরা কাটালেন। ভারতীয়দের মধ্যে দীনেশ খান্নার পর ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে দ্বিতীয় সোনা এল এই জুটির হাত ধরে। ২২ বছর বয়সী সাত্ত্বিক সাইরাজ ও মুম্বাইয়ের চিরাগ শেট্টি প্রথম গেমে হারলেও মালয়েশিয়ার ওং ইউ সিন ও তেও ই-র জুটিকে হারালেন ১৬-২১,২১-১৭ ও ২১-১৯ ফলাফলে।

