ফরাসি ওপেনে নয়া চ্যাম্পিয়ান ইগা সুইয়াটেক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফরাসি ওপেন মহিলা সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ান। রোলা গাঁরোর ফাইনালে পোল্যান্ডের ইগা সুইয়াটেক স্ট্রেট সেটে ৬-৪, ৬-১ ফলাফলে হারালেন আমেরিকার সোফিয়া কেনিনকে। এই প্রথম কোনও পোলিশ প্লেয়ার সেরার শিরোপা অর্জন করল।সূত্রের খবর, মনিকা সেলেসের পর গত ২৮ বছরে সুইয়াটেক দ্বিতীয় সর্বকনিষ্ট প্লেয়ার হিসাবে প্যারিসে স্বীকৃতি পেলেন। তিনি গত ১৪টি গ্র্যান্ড স্ল্যামে নবম প্লেয়ার হিসাবে প্রথম কোনও গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন।
সূত্রের আরও খবর, ১৯ বছর বয়সি সুইয়াটেক প্রতিযোগিতার শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স করেছেন । তিনি পরাজিত করেন শীর্ষ বাছাই সিমোনা হালেপকে। ২১ বছরের কেনিনকে ফাইনালের আগে বিশ্ব টেনিস ফেভারিট ধরেছিল। ফরাসি ওপেনের আগে সুইয়াটেকের স্কোর ছিল ৫৪। তিনি চ্যাম্পিয়ান হওয়ার পর ডব্লুটিএ ১৪ নম্বর রাঙ্কিংয়ে পৌঁছালেন।

