আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণের পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক বিদেশে থাকাকালীন আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে, তা পুনর্নবীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্য নাগরিক ও উভয় পক্ষের কাছ থেকে মতামত চেয়ে খসড়া প্রস্তাব প্রকাশ করল। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বিষয়টি নিয়ে এক মাসের মধ্যে মতামত জানাতে হবে। পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গড়ার সঙ্গে নিয়মাবলিও কিছুটা শিথিলের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

