দিঘা-মন্দারমণি সহ পর্যটন ক্ষেত্রে নয়া নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের বিধিনিষেধ মেনে দিঘা, মন্দারমণির সহ পর্যটন কেন্দ্রগুলিতে হোটেল মিলবে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ করা যায়, সম্প্রতি পর্যটকদের ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রে। স্থানীয় সূত্রের খবর, এবার থেকে দিঘা, মন্দারমণি সহ পর্যটন ক্ষেত্রগুলিতে হোটেল, লজে থাকার জন্য করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে পর্যটকদের৷ অথবা পর্যটকদের করোনার ভ্যাকসিনের দু’টি ডোজই নেওয়া থাকতে হবে।
দিঘা, মন্দারমণি ছাড়াও শঙ্করপুর ও তাজপুরের ক্ষেত্রে কাঁথি মহকুমার অন্তর্গত সব পর্যটন কেন্দ্রের জন্য এই নির্দেশিকা বাধ্যতামূলক হল৷ কাঁথির এসডিও-র পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণের ক্ষেত্রে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এবার দিঘা ও মন্দারমণিতেও মানতে হবে এই শর্ত, এমনটাই জানা গিয়েছে।

