Portal-1Others 

নতুন আয়কর রিটার্ন পোর্টালে বিভ্রাট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর পোর্টালে সমস্যা বহাল। সূত্রের খবর, চালুর এক মাস পরও সমস্যা মেটেনি নতুন আয়কর রিটার্ন পোর্টালে। এক্ষেত্রে দাবি করা হয়েছে, এখনও প্রযুক্তিগত নানা ক্রটির জেরে ডিজিটাল সার্টিফিকেট জমা, ই-প্রসিডিংয়ের মতো কাজ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আরও বলা হয়, গত কত বছরের রিটার্ন জমা, নোটিস ডাউনলোডেও সমস্যা হচ্ছে।

এক্ষেত্রে কর বিশেষজ্ঞমহলে অভিযোগ, ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পে ফর্ম-৩ দেখা যাচ্ছে না। উল্লেখ করা যায়, ৭ জুন চালুর পর থেকে নতুন পোর্টাল নিয়ে বিড়ম্বনায় করদাতারা। হয়রানি মেটানোর জন্য সেটির দায়িত্বে থাকা সংস্থা ইনফোসিস ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে ২২ জুন বৈঠক করেন অর্থ মন্ত্রকের আধিকারিকরা। সমস্যার সমাধান হয়নি বলে জানা যায়। এ বিষয়ে সংস্থা বা মন্ত্রক মন্তব্য না-করলেও সব পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে প্রত্যক্ষ কর পর্ষদের পক্ষ থেকে।

Related posts

Leave a Comment