Siriya-1Others 

সিরিয়ায় বেতন বিতর্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল বেতন। তবে বিতর্ক অব্যাহত। সূত্রের খবর, উচ্চপদস্থ সরকারি আধিকারিক ও সেনা অফিসারদের বেতন ৫০ শতাংশ বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে সিরিয়ায়। এক্ষেত্রে জানা গিয়েছে, ডিক্রি জারি করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশে একদিকে মূল্যবৃদ্ধি ও আর্থিক সঙ্কটের মধ্যে প্রেসিডেন্টের এই ঘোষণায় তৈরি হয়েছে বিভিন্ন মহলে বিতর্ক। সূত্রের আরও খবর, জারি করা ডিক্রিতে দেখা গিয়েছে, বেতন বাড়ার পর ন্যূনতম মাসিক বেতন দাঁড়াচ্ছে ৭১,৫১৫ সিরীয় পাউন্ড বা ২২ ডলার।

Related posts

Leave a Comment