নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডার মন্ত্রিসভায় ভারতীয় মুখ প্রিয়াঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের মন্ত্রিসভায় ভারতীয় মুখ। এক্ষেত্রে জানা গিয়েছে, দ্বিতীয়বারের এমপি কেরলের এর্নাকুলমের কন্যা ৪০ বছর বয়সী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণকে যুব কল্যাণ এবং জনজাতি উন্নয়নের মতো ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, নিউজিল্যান্ডে লেবার পার্টির এই নেত্রী প্রিয়াঙ্কার জন্ম হয়েছিল চেন্নাইয়ে। তিনি বড় হয়েছিলেন সিঙ্গাপুরে। এরপর স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার জন্য নিউজিল্যান্ড এসেছিলেন। পড়াশুনার মাঝেই প্রবেশ করেছিলেন সক্রিয় রাজনীতিতেও। ১৪ বছর ধরে নিউজিল্যান্ডে লেবার পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

