দেশে আবাসন শিল্পে ক্রেতা সুরাহা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আদালতের নির্দেশ। সূত্রের খবর, দেশে আবাসন শিল্পে ক্রেতাদের সুরাহা দেওয়ার জন্য রেরা আইন চালু। এক মামলায় সুপ্রিমকোর্ট সূত্রে জানানো হয়েছে, রেরা-র বাইরেও ক্রেতারা চাইলে ফ্ল্যাট হাতে পেতে দেরির মতো বিভিন্ন কারণে কনজিউমার ফোরামে আবাসন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। এক্ষেত্রে জানা গিয়েছে, এইসব ক্ষেত্রে চাইতে পারবেন ক্ষতিপূরণ বা ফ্ল্যাটের টাকা ফেরৎও।

