Suprim Court-7Others 

দেশে আবাসন শিল্পে ক্রেতা সুরাহা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আদালতের নির্দেশ। সূত্রের খবর, দেশে আবাসন শিল্পে ক্রেতাদের সুরাহা দেওয়ার জন্য রেরা আইন চালু। এক মামলায় সুপ্রিমকোর্ট সূত্রে জানানো হয়েছে, রেরা-র বাইরেও ক্রেতারা চাইলে ফ্ল্যাট হাতে পেতে দেরির মতো বিভিন্ন কারণে কনজিউমার ফোরামে আবাসন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। এক্ষেত্রে জানা গিয়েছে, এইসব ক্ষেত্রে চাইতে পারবেন ক্ষতিপূরণ বা ফ্ল্যাটের টাকা ফেরৎও।

Related posts

Leave a Comment