Nikhat ZareenOthers Sports 

সাফল্য পেলেন ভারতের মহিলা বক্সার নিখাত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বজয়ীকে পরাজিত করলেন নিখাত জারিন। দুরন্ত সাফল্য পেলেন ভারতের এই মহিলা বক্সার নিখাত জারিন। ইস্তানবুলে আয়োজিত ফসফরাস বক্সিং প্রতিযোগিতায় তিনি পরাজিত করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন রাশিয়ার পলতসেভা একাতেরিনাকে। উল্লেখ করা যায়, ৫১ কেজি বিভাগে ৫-০ ফলাফল জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত নিখাত। শেষ আটেও কঠিন লড়াই রয়েছে তাঁর জন্য। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ কাজাখস্তানের দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন কিজাইবে নাজিম। প্রসঙ্গত, নিখাত ছাড়াও কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ২০১৩ সালে এশীয় চ্যাম্পিয়ন হওয়া শিবা থাপা, মহিলা বক্সার সনিয়া লাথার ও পরভীন। অন্যদিকে পুরুষদের ৬৩ কেজি বিভাগে শিবা থাপা ৩-২ ফলাফলে পরাজিত করলেন কাজাখস্তানের বক্সার স্মাগুলভ বাঘতিয়োভকে।

Related posts

Leave a Comment