পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশে পদ্মার বুকে নবনির্মিত সেতু। দেশের দীর্ঘতম সেতুটি আগামী ২৫ জুন উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরও জানা গিয়েছে,দ্বিতল পদ্মা সেতুর এক অংশ থাকবে মুন্সীগঞ্জের মাওয়ায়। অপর অংশটি শরিয়তপুরের জাজিরায়। সেতুর ওপরে যান চলাচল করবে। নিচে রেলপথ। এই সেতু নির্মাণে মোট খরচ হচ্ছে ৩০,১৯৩.৩৯ কোটি টাকা। ওই দেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন,”পদ্মা সেতু পদ্মানদীর নামেই হবে। এখানে অন্য কারও নাম আমি দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারও নাম আমি সংযোজন করব না।”

