padhmo and awardBreaking News Others 

রাষ্ট্রপতি ভবনে পদ্ম-সম্মান প্রদান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হল পদ্ম পুরস্কার-২০২০। মরণোত্তর পদ্ম বিভূষণে সম্মানিত করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সুষমা-কন্যা বাঁসুরী স্বরাজ এই সম্মান গ্রহণ করলেন। মরণোত্তর পদ্ম বিভূষণে সম্মানিত করা হল প্রয়াত অরুণ জেটলিকেও। তাঁর স্ত্রী রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করলেন। অলিম্পিয়ান শাটলার পি ভি সিন্ধু পদ্ম ভূষণ, হকি দলের অধিনায়িকা রানি রামপাল পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন।

পাশাপাশি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত , গায়ক আদনান শামি ও পরিচালক করণ জোহরকে। । পদ্মশ্রী সম্মান পেলেন পরিচালক-প্রযোজক একতা কাপুর। পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের হাতে পদ্ম-সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এছাড়াওপদ্মশ্রী পেলেন এয়ার মার্শাল ড. পদ্মা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত শিল্পী চান্নুলাল মিশ্রকে পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হল। এ বছর পদ্মশ্রী প্রাপকরা হলেন-এয়ার মার্শাল ড. পদ্মা বন্দ্যোপাধ্যায়, মহিলা জাতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল, অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রমুখ। আইসিএমআর-এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ড. রামন গঙ্গাখেদকর,সংগীতশিল্পী আদনান শামি, পরিচালক করণ জোহর,প্রযোজক একতা কাপুর, প্রয়াত সংগীত শিল্পী এস পি বালাসুব্রমনিয়ম প্রমুখ।

এ বছর ১১৯ জনকে পদ্ম-সম্মানে ভূষিত করা হল। মোট ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্মভূষণ, ১০২ জন পদ্মশ্রী সম্মান প্রাপক রয়েছেন । এছাড়া ১৬ জন মরণোত্তর সম্মান প্রাপকও রয়েছেন । তৃতীয় লিঙ্গভুক্ত ১ জনকে এই সম্মান প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়ে থাকে। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম সম্মান। পদ্ম বিভূষণ,পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন বিভাগে দেওয়া হয়ে থাকে পুরস্কার।

Related posts

Leave a Comment