দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ী পাকিস্তান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাবর আজমদের। একদিনের সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে সেরা পাকিস্তান দল। শেষ ম্যাচে এক বল বাকি থাকতে ৩ উইকেটে জয়ী হয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় মাত্র ১৪৪ রানে। ৩টি করে উইকেট নিয়েছেন বোলার হাসান আলি ও ফাহিম আশরফ। ২ উইকেট পেয়েছেন হ্যারিস রউফ। বিপর্যয়ের মধ্যেই দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে গিয়েছেন ফান ডার ডুঁসো। তিনি ৩৬ বলে ৫২ রান করেন। ওপেনার ইয়ানেমান মালান করেন ৩৩ রান। এরপর পাকিস্তান ১৪৯ রান তুলে সিরিজ জয়ী হয়। দলের জয়ে বড় ভূমিকা গ্রহণ করেছে দুর্দান্ত ফর্মে থাকা ফখর জামান। তিনি ৩৪ বলে ৬০ রান করেন। অধিনায়ক বাবর করেন ২৩ বলে ২৪ রান। মহম্মদ নওয়াজ ২১ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচ সেরা হলেন ফাহিম আশরফ।

