studentsEducation Others 

ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ছাড়াই পাশ : নির্দেশিকা পর্ষদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। পরবর্তী শিক্ষাবর্ষের পড়ুয়ারা কিভাবে ক্লাস করবেন তা নিয়ে। সোমবার নির্দেশিকার মাধ্যমে সেই সংশয় কিছুটা দূর হল। জানা গিয়েছে, করোনা আবহে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন ছাত্র-ছাত্রীর পরীক্ষা দিতে হবে না। কোনও মূল্যায়নও হবে না। পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠতে পারবে। রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, জানুয়ারি মাস থেকেই পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ইতিমধ্যেই স্কুলগুলিতে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওই নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে কোনও পরীক্ষা বা মুল্যায়ন ছাড়াই। তবেস্কুল খুললে আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করতে হবে। এরপর নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে।

সূত্রের আরও খবর, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের কথা নির্দেশিকায় বলা হয়েছে। আবার স্কুল গুলিকে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও নিতে বলা হয়েছে। ওই নির্দেশিকায় আরও জানা যায়, মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের এবছর কোন সিলেকশন টেস্ট হবে না। তবে স্কুল গুলিকে অনুরোধ করা হচ্ছে ২০২১সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যাতে ছাত্র-ছাত্রীরা যাতে প্রস্তুতি নিতে পারে সেই বিষয় টি দেখা। প্রয়োজন হলে স্কুলগুলি মক টেস্ট নিতে পারে পড়ুয়াদের।

Related posts

Leave a Comment