দক্ষিণ দিনাজপুরে কর্তব্যবোধে অবিচল ডাক্তারবাবু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একদিকে জন্মদিনে বাবার কাছে ছোট্ট কন্যার একটাই আবদার- “কবে বাড়ি আসবে”? অন্যদিকে চিকিৎসক বাবার জনতার কাছে আবেদন– “লকডাউন সফল করুন”। স্থানীয় সূত্রের খবর, বাবা উত্তরবঙ্গের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক– সুপার। বর্ধমানে বাড়ি। দেশ জুড়ে লকডাউন পর্ব চলছে। তাঁর উপর চিকিৎসার অনেকটাই দায়িত্ব। এসব ফেলে আপাতত বাড়ি যাওয়ার উপায় নেই। ১ মাসের উপর তিনি হাসপাতালেই রয়ে গিয়েছেন। ভিডিও কলেই ছোট কন্যার জন্মদিন সারলেন ওই ডাক্তারবাবু। ছোট্ট শিশুটির বাবার কাছে একটিই আবদার ছিল– “তুমি বাড়ি কবে আসবে? অনেকদিন তোমায় দেখিনি”। আদরের কন্যার ডাকে অসহায় চোখে জল চলে এসেছিল ডাক্তারবাবুর। বাবার চোখে জল দেখে কিছু না বুঝেই কেঁদে ফেলেছিল বাচ্চাটিও। সূত্রের আরও খবর, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর গ্রামীণ হাসপাতালের সুপার পদে রয়েছেন সৌভিক আলম। হরিরামপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিকও তিনি। বাড়ি বর্ধমানের কাদুলিয়াতে। বাড়িতে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও ৪ বছরের একমাত্র কন্যা। বৃদ্ধা মা লিউকিমিয়া আক্রান্ত তবুও কর্তব্যবোধে অবিচল ওই ডাক্তারবাবু।

