PMAY HouseOthers 

প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাথার উপর ছাদ বৃদ্ধের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেরা নির্মাণ পুরস্কার পেলেন কাশ্মীরের শয্যাশায়ী এক বৃদ্ধ। সূত্রের খবর, মূলধন বলতে তাঁর রয়েছে সততা ও নিষ্ঠা। এমনই পুরস্কার পেলেন তিনি। উল্লেখ করা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেরা নির্মাণ পুরস্কার প্রাপক হিসেবে তাঁকে বিবেচিত করেছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল লতিফ গনাই গত ১৫ বছর ধরে শয্যাশায়ী রয়েছেন।

চিকিৎসা খরচ জোগাতে গিয়ে প্রায় সব কিছুই বিক্রি করতে হয়েছে। এমনকী রাতে স্ত্রী ও পুত্রকে যেতে হত প্রতিবেশীর বাড়িতে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাথার উপর ছাদ পেয়ে সন্তোষ প্রকাশ করলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধিতও করলেন। আব্দুল লতিফ গনাইয়ের চোখে দেখা গেল আনন্দাশ্রু। তাঁর প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার এই ঘর পাওয়া তাঁর পরিবারের কাছে আশীর্বাদ। পুরস্কার তুলে দিতে লতিফের বাড়িতে উপস্থিত হন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

প্রশাসন সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গোটা দেশে ৮৮ জনকে সেরা নির্মাণ পুরস্কার প্রাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে কাশ্মীরে রয়েছেন ৩ জন। আব্দুল লতিফ তাঁদেরই অন্যতম। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই বৃদ্ধের একটি ছোট কাপড়ের দোকান ছিল। সেখান থেকেই রুটি-রুজির ব্যবস্থা হয়ে যেত পরিবারের। শারীরিক অসুস্থতার জন্য ১৫ বছর ধরে তিনি শয্যাশায়ী হয়ে গিয়েছেন। এই অবস্থায় বন্ধ হয়ে যায় আয়ের পথ।

Related posts

Leave a Comment