সম্রাট পেলের রেকর্ড স্পর্শ পর্তুগিজ তারকা রোনাল্ডোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনবদ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভাঙলেন পর্তুগিজ এই তারকা। এই তারকা ফুটবলার জোড়া গোল করেছেন। এই দুটি গোল করার পর নজির গড়লেন তিনি। ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভাঙলেন জুভেন্তাস তারকা। ইতালিয়ান লিগের ম্যাচে উদিনিজকে ৪-১গোলের ব্যবধানে হারাল জুভেন্তাস।
পর্তুগিজ দেশের এই খেলোয়াড় ক্লাব ও দেশ মিলিয়ে মোট ৭৫৮ গোল করলেন। এখন তাঁর সামনে শুধু চেক প্রজাতন্ত্রের জোসেফ বিস্কান রয়েছেন। একটি মাত্র গোল করলে সেই রেকর্ড স্পর্শ করবেন পর্তুগিজ মহাতারকা।
পেলের রেকর্ড স্পর্শ করার পর পর্তুগিজ সুপারস্টার জানিয়েছেন,এটি তাঁকে মোটিভেট করবে। জুভেন্তাসের ইউরোপ সেরা হওয়া আসল লক্ষ্য বলে জানিয়েছেন রোনাল্ডো।

