গ্রামীণ সড়ক যোজনায় সন্তোষজনক ফলাফল, উৎসাহ ভাতা পশ্চিমবঙ্গকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রামীণ সড়ক যোজনায় সন্তোষজনক ফলাফল করার জন্য পশ্চিমবঙ্গ ৫৭ কোটি ৭০ লক্ষ টাকা ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা পাচ্ছে বলে খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ সালে গ্রামীণ সড়ক তৈরির ক্ষেত্রে রাজ্যের ভূমিকার জন্য এই ইনসেন্টিভ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী আরও জানা গিয়েছে, ওই আর্থিক বছরে পঞ্চায়েত দপ্তর রাজ্যে ৫১১১ কিমি গ্রামীণ রাস্তা তৈরি করেছে। উৎসাহ ভাতার ৫৭ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে পূর্বে যেসব রাস্তা তৈরি হয়েছিল, তা রক্ষণাবেক্ষণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গ্রামীণ এলাকায় রাস্তার কাজ ভাল হওয়ায় পঞ্চায়েত দপ্তর ও পূর্ত দপ্তরকে পুরস্কারও দিয়েছে নাবার্ড। উল্লেখ্য, আরআইডিএফ স্কিমে গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাস্তা তৈরির ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামীণ এলাকায় রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইউপিএ সরকার এই সব কেন্দ্রীয় প্রকল্পে ৯০ শতাংশ টাকা প্রদান করত। রাজ্যকে দিতে হত ১০ শতাংশ। অন্যদিকে ২০১৪ সালের পর কেন্দ্রীয় প্রকল্পে টাকার পরিমাণ কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। ৪০ শতাংশ টাকা বর্তমানে দিতে হয় রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রকল্পের নিজস্ব নাম দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম বাংলা গ্রামীণ সড়ক যোজনা। যা নিয়ে তরজা চলছে কেন্দ্র ও রাজ্যের।