barasat and stopBreaking News Others 

দোকান বন্ধে বারাসাত সহ রাজ্য জুড়ে পুলিশী অভিযান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ মে দিবস। শ্রমিক দিবসে দশটা বাজতেই বারাসত হরিতলা এলাকায় পুলিশের অভিযান চলেছে। করোনা নিয়ন্ত্রণে সমস্ত দোকান বন্ধ করলেন নিজেরা দাঁড়িয়ে থেকে। ৭টা থেকে ১০টা পর্যন্ত সময় অতিক্রম করতেই এই অভিযান চলেছে। এরপর দোকান বাজার খোলা রাখতে পারবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। সরকারি নির্দেশ অনুযায়ী এই নিয়ম জারি করা হয় রাজ্য জুড়ে। বারাসাত থানার পুলিশের এই অভিযান চলে ঘড়ির কাটায় ১০টা বাজার সাথে সাথে। সকাল ১০টা বাজতেই বারাসত হরিতলায় রাস্তায় নেমে পড়ে বারাসাত থানার পুলিশ। বারাসাত হরিতলা এলাকায় দশটার পর দোকানে দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন বারাসাত থানার পুলিশ। এমার্জেন্সি ওষুধ, মুদিখানা দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দুপুর ৩টে থেকে ৫টা অবধি খোলা রাখা যাবে।

Related posts

Leave a Comment