CloudyBreaking News Others 

আবহাওয়ার খবর : ঝড়ের সম্ভাব্য পথ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে কী এ বছরের প্রথম সাইক্লোনের অপেক্ষা তা নিয়ে জল্পনা চলেছে। ২০২৩ সালের মে মাসেই ফের একবার তোলপাড় পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে আশঙ্কা। ভারতীয় মৌসম বিভাগ সূত্রের খবর, এই সাইক্লোনের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে ৷ সর্বশেষ খবরে জানা যায়, বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্ষেত্র দ্রুত সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। বুধবারেরর মধ্যে সাইক্লোনের পূর্বাভাস দেখা যেতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত। পরবর্তী সময়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় “মোকা”-র সম্ভাব্য গন্তব্য বাংলাদেশ ও মায়ানমার উপকূল। গতিপথ বদলে যেতে পারে। বাড়ানো হয়েছে নজরদারি। বঙ্গে প্রভাব নিয়ে জল্পনা। পাশাপাশি সতর্কতা বাড়ানো হয়েছে। একাধিক জেলায় তাপপ্রবাহ বেড়েছে। এই মুহূর্তে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা নেই। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment