Power Gerenating Company-1Others 

বন্টন সংস্থাগুলির বকেয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমেছে বকেয়া। সূত্রের খবর, বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির কাছে বন্টন সংস্থাগুলির বকেয়া এপ্রিল মাসে কিছুটা কমেছে। এক্ষেত্রে তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তা এখন ৮১,৬২৮ কোটি টাকা। উল্লেখ করা যায়, গত বছর এপ্রিল মাসে যা ছিল ৯১,৯১৫ কোটি টাকা। সূত্রের আরও খবর, মার্চ মাসের ৭৮,৮৪১ কোটি টাকার চেয়ে তা বেড়েছে। এ বিষয়ে আরও জানা যায়, এই বোঝা হালকা করার জন্য বন্টন সংস্থাগুলির জন্য কম সুদে ঋণ প্রকল্প এনেছিল কেন্দ্রীয় সরকার।

Related posts

Leave a Comment