রাজ্যে জারি থাকছে বিধি-নিষেধ ১ জুলাই পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকছে বিধিনিষেধ। চালু হচ্ছে না ট্রেন ও বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো বা সরকারি- বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে না ৷ নবান্নে এই ঘোষণা করা হয়। করোনা সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিধিনিষেধ সম্পূর্ণ তুলে নেওয়া হচ্ছে না ৷ তবে কিছুক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ৷
স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে পূর্বের নিয়মে ৷ নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, খুচরো বাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে ৷ পাশাপাশি অন্যান্য সমস্ত দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৷ নিয়ম মেনে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু করা যাবে রেস্তোরাঁ ও পানশালা ৷ ৩০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি মানার শর্তে খোলা যাবে শপিং মল। বন্ধই থাকছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স,জিম ও স্পা ৷
ওই নির্দেশিকায় আরও জানানো হয়,২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার অনুমতি থাকছে ৷ বেসরকারি অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত৷ এক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে অফিস কর্তৃপক্ষকেই ৷ প্রতি শিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে আইটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলি কাজ করতে পারবে ৷ ভ্যাকসিন পেয়েছেন এমন ৫০ শতাংশ কলাকুশলী এবং শিল্পী নিয়ে শ্যুটিং চালুরও অনুমতি মিলেছে ৷ পূর্ব নিয়মেই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত অকারণে কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না ৷
আবার যাঁরা করোনার টিকার দু’টি ডোজই পেয়েছেন, তাঁদের সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মর্নিং ওয়াক করারও অনুমতি মিলেছে ৷ অন্যদিকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাধুলো চালু করার অনুমতিও মিলেছে ৷ কড়া বিধিনিষেধ জারি থাকায় রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে ৷ মুখ্যমন্ত্রী বলেছেন, “নির্বাচনের সময় রাজ্যে পজিটিভিটি রেট প্রায় ২২ শতাংশে পৌঁছে গিয়েছিল ৷ এখন তা কমে ৬ শতাংশে নেমে এসেছে৷” ৷

