tarnedo and ashokenagarBreaking News Others 

শক্তিশালী “মিনি টর্নেডো” ঘিরে আতঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “মিনি টর্নেডো”-কে কেন্দ্র করে আতঙ্ক। আবারও “মিনি টর্নেডো”। হালিশহর ও ব্যান্ডেলের পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় অশোকনগর-গুমা এলাকায় এই বিপর্যয়। স্থানীয় সূত্রের খবর, অশোকনগর বিধানসভা এলাকার শ্রমলক্ষ্মী কলোনি ও গুমা অঞ্চলের একাংশে এই শক্তিশালী “মিনি টর্নেডো” বয়ে যায় । হালিশহরের পর মুহূর্তেই বিধ্বস্ত করে ওই এলাকা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই তাণ্ডবের জেরে ৩০টির মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ার মাত্রা বাড়ে।

উল্লেখ্য,বাংলাদেশের ঝিনাইদহ উপজেলায় এই শক্তিশালী “টর্নেডো” লক্ষ্য করা গিয়েছে বলে খবর। এর তাণ্ডবে ২ কিলোমিটার এলাকায় বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। পদ্মা সহ বহু নদীর জলস্তর বেড়ে যায় ব্যাপক মাত্রায়।

সাইক্লোন “যশ” আছড়ে পড়ার পূর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সতর্ক ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। টর্নেডো সদৃশ ঝড় হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। এরপর এই ধরণের ঝড় সকাল ৯টা নাগাদ আছড়ে পড়ে। অশোকনগরের শক্তিনগর, সর্দার পাড়া, শ্রমলক্ষ্মী কলোনির সাঁওতালপাড়া ও নৈহাটি রোড সংলগ্ন এলাকার এবং গুমা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

Related posts

Leave a Comment