তাইল্যান্ডে সোনা জয়ী প্রমোদরা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: তাইল্যান্ডে আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জোড়া সোনা জয়ী হলেন প্রমোদ ভগত। পুরুষদের সিঙ্গলস ফাইনালে প্রথমে তিনি পরাজিত করলেন ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেলকে। পরবর্তীতে সুকান্ত কদমের সঙ্গে জুটিতে সোনা জয়ী হয়েছেন। অন্যদিকে সিঙ্গলস ফাইনালে সুহাস লালিনাকেরে হারালেন ভারতের সুকান্ত কদমকে পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে রুপো জয়ী হলেন নিত্য সুমতি শিবন।

