durga pujoOthers 

করোনা আবহে দুর্গাপুজোয় পুরোহিতদের বিদেশ যাওয়া বন্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আশ্বিন মাস পড়তে না পড়তেই এক সময়ে শুরু হয়ে যেত কিছু পুরোহিতদের ব্যাগ গোছানোর তৎপরতা। তাঁদের মধ্যে অনেকেই আমেরিকা, জাপান ও মায়ানমার সহ বিভিন্ন দেশে পুজো করার জন্য বায়না পেতেন। গত বছরেও এর ব্যতিক্রম ঘটেনি। করোনা আবহে এবছর পুরোহিতদের বিদেশ যাওয়া একপ্রকার বন্ধই। তাই বলে বিদেশে তো আর পুজো বন্ধ হবে না। তারজন্য কলকাতা পুরোহিত সমাজ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এ বছর অনলাইনে পূজো করার বিষয়টি। এক্ষেত্রে তাঁদের পুজোর উপাচারে কোনও সমস্যা হবে না বলে জানান পুরোহিতরা।

তবে এ বছর বিদেশ যাওয়া হবে না বলে পুরোহিতদের একটা বড়ো অংশের আক্ষেপ রয়েছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, বিদেশে বাঙালী পুরোহিতদের খুব যত্ন করা হত এবং যথেষ্ট সন্মানও করত। উল্লেখ্য, বিগত কিছু বছর ধরে বিদেশে পুজো করে আসা পুরোহিতদের এবছর এখনও কলকাতার কোনও পুজো কমিটি থেকে ডাক আসেনি বলে জানা গিয়েছে। পুরোহিতরা আরও জানিয়েছেন, বিদেশে পুজো করতে গেলে ভারতীয় টাকায় প্রায় ১.৫ লক্ষ টাকা দক্ষিণা পেতেন।

সূত্রের আরও খবর, এ বছর প্রবাসী বাঙালিরাই পুরোহিতের ভূমিকা পালন করবে নিজ নিজ দেশে। এতে যাতে কোনও সমস্যা না হয় তাই অনলাইনে পুজোর পদ্ধতি শেখাবেন পুরোহিতরা।

Related posts

Leave a Comment