বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন ঘোষণা প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনার দ্বিতীয় ঢেউ। তবে কিছুটা কমেছে৷ সংক্রমণের সংখ্যাও কমছে ৷ এর মধ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিনামূল্যে সকল দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা জানালেন তিনি। এ বিষয়ে তিনি জানিয়েছেন, দেশের কোন রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না ৷ তিনি আরও জানালেন, কেউ যদি ফ্রি ভ্যাকসিন না চান , তিনি প্রাইভেট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর দেড়শ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।
টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ এক্ষেত্রে তাঁর বক্তব্য, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তা কেন্দ্রই দেখবে। এই ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে চালু হবে। ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ মোট টিকা কিনবে কেন্দ্র ৷ তা বিনামূল্য সব রাজ্যকে দেওয়া হবে ৷
কয়েকটি দেশ যারা নিজস্ব করোনা টিকা তৈরি করেছে, তাদের মধ্যে ভারতও রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সরকারের এখন একটাই লক্ষ্য, কত দ্রুত ভ্যাকসিন দেওয়া যায়। এ বিষয়ে তিনি জানালেন, বহু মুখ্যমন্ত্রী এবং বিরোধী সাংসদদের সঙ্গে পর্যালোচনা করে ভ্যাকসিনের অগ্রাধিকার ঠিক করা হয়েছিল। যেমন- হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, বরিষ্ঠ নাগরিকরা আগে ভ্যাকসিন পাবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন না দিতে পারলে আরও সমস্যা হত বলেই তিনি অভিমত ব্যক্ত করেন।

