উত্তপ্ত চতুর্থ দফার ভোট- মমতাকে বিঁধলেন মোদি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫ জনের মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মাথাভাঙা কাণ্ডে দোষীদের শাস্তির আর্জিও জানালেন তিনি। বঙ্গে চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের মাথাভাঙা ও শীতলকুচিতে গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এই ঘটনায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই মৃত্যু হয়েছে। চতুর্থ দফার ভোটের দিনই নির্বাচনী প্রচারে শিলিগুড়ি পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তিনি। কোচবিহারে ৫ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মোদি।
এই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য, “কোচবিহারের ঘটনা দুঃখজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।” উল্লেখ করা যায়,মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই মৃত্যু হয়েছে কোচবিহারে । আবার কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকেও বলা হয়, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। এক্ষেত্রে মোদি দাবি করেছেন, তৃণমূলের “গুন্ডারাজ”এর জন্য এই ঘটনা ঘটেছে। পাশাপাশি কমিশন যাতে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবিও করলেন তিনি। মোদির মন্তব্য, “কমিশনকে আর্জি, দোষীদের শাস্তি হোক।”
বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি আরও বলেছেন,” দিদি এই হিংসা ১০ বছরের কুকর্ম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। তৃণমূল যাচ্ছে। বিজেপি আসছে। খারাপের শেষ হবে। ভালোর শুরু হবে। দিদি ও টিএমসির গুন্ডামি বাংলায় চলতে দেওয়া যাবে না। দিদির স্বেচ্ছাচারিতা চলবে না। বাংলায় আর তোলাবাজি ও সিন্ডিকেট চলবে না। নিজের হার দেখে আমার উপর রাগ বেড়ে যাচ্ছে দিদির।”

