solar lend postOthers Technology 

নিউটউনে জীববৈচিত্র রক্ষায় বিশেষ পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার জীববৈচিত্র রক্ষায় এবং খরচ কমাতে সৌর আলো নিউটাউনে আনার উদ্যোগ নেওয়া হল। সূত্রের খবর, নিউটাউনে সবুজের সমারোহ বেশি। পাশাপাশি পাখি সহ নানা ধরণের পতঙ্গও এখানে বেশি। সেইজন্য নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ) জীববৈচিত্রকে সুস্থ জীবন দিতে এই নতুন উপনগরীতে ৭৩৭ টি সৌর আলো বসাতে চলেছে। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম আলোতে পাখি ও পতঙ্গদের নানা সমস্যার মুখে পড়তে হয়। এক্ষেত্রে ইকোপার্ক ও তৎসংলগ্ন এলাকা জুড়ে সৌর আলো লাগানো হচ্ছে।

এনকেডিএ সূত্রের আরও বক্তব্য, এই পদক্ষেপের মধ্যে দিয়ে যেমন জীববৈচিত্র রক্ষা ও বছরে বিদ্যুৎ বিল বাবদ ৩ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সূর্যের আলো কমে গেলেই জ্বলে উঠবে এই আলো এবং সূর্যের আলো ভালভাবে ফুটতেই আবার বন্ধ হয়ে যাবে এই আলো।

অন্যদিকে ইকোপার্কে কী কী ধরণের পাখি, কীটপতঙ্গ ও মাছ রয়েছে, তা নিয়ে সমীক্ষা করেছিল জীববৈচিত্র পর্ষদ। ওই সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, ইকোপার্কে ৫৭ রকমের পাখি ও ২৯ প্রজাতির মৌমাছি রয়েছে। পাশাপাশি ১২০ একর জলাভূমিতে ২৮ ধরণের মাছ রয়েছে বলেও ওই সমীক্ষা থেকে জানা যায়। উল্লেখ্য, জীববৈচিত্র পর্ষদ এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সুপারিশ করেছিল এনকেডিএ-র কাছে। এক্ষেত্রে বলা হয়, ওই মাছ, পাখি ও পতঙ্গরা যাতে সুস্থভাবে থাকতে পারে তার ব্যবস্থা করা। সেই সুপারিশগুলোর মধ্যে রয়েছে ইকোপার্ক সংলগ্ন এলাকায় সৌর আলো বসানোর কথা।

Related posts

Leave a Comment