Rafael NadalOthers Sports 

ভবিষ্যৎ প্লেয়ারদের তৈরি করতেও মনোযোগী নাদাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাফায়েল নাদাল কেরিয়ার গ্রাফ উন্নত করার পাশাপাশি নিজের টেনিস অ্যাকাডেমিকে সঠিক পথে পরিচালনা করার উদ্যোগ নিচ্ছে। ক্লে কোর্টের স্প্যানিশ তারকা এক সাক্ষাৎকারে জানালেন, ২০০৫ সালের মন্টে কার্লো ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই তাঁর কেরিয়ারে ব্রেক থ্রু এনে দিয়েছিল। সূত্রের খবর, মাত্র ১৮ বছর বয়সে গুইলেরমো কোরিয়াকে হারিয়ে ওই টুর্নামেন্টে খেতাব জয়ী হন নাদাল। সেই বছরই তিনি জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ী হন। ফরাসি ওপেনে চ্যাম্পিয়নও হয়েছেন। সব মিলিয়ে ১১টি খেতাব জয়ের সাফল্য রয়েছে ওই বছর। এর মধ্যে ৮টি ক্লে কোর্টে। ২০০৪ সালে তিনি ছিলেন ৫১ নম্বরে। পরের বছরই তিনি ১ নম্বরে উঠে এসেছিলেন। সাফল্যের সেই দৌড় এখনও অব্যাহত। সফল এক টেনিস জীবন চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্লেয়ারদের তৈরি করতেও মনোযোগী হচ্ছেন নাদাল।

Related posts

Leave a Comment