মহিলা রেল যাত্রীদের সুরক্ষায় ‘মেরি সহেলি’ প্রকল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলা রেল যাত্রীদের সুরক্ষায় প্রকল্প। মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে শিয়ালদহ থেকে ছাড়া মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে ‘মেরি সহেলি’ প্রকল্প চালু করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, এই ব্যবস্থায় ওই ট্রেনগুলির মহিলা যাত্রীদের ফোন নম্বর সংগ্রহ করে তাঁদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে যাত্রাপথে নিরাপত্তার তৎপরতা নেওয়া হচ্ছে। পাশাপাশি মহিলা আরপিএফ কর্মীরা এক্ষেত্রে যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই পরিষেবায় যাত্রীদের নাম ও ফোন নম্বর গোপন রাখা হচ্ছে বলেও রেল সূত্রে জানানো হয়েছে। রেল সূত্রের আরও খবর, যাত্রীদের নিয়ে তৈরি ‘ব্রডকাস্ট’ গ্রুপের মাধ্যমে প্রতি মুহূর্তে তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমস্যার কথাও জানতে পারা যাচ্ছে। ইতিপূর্বে হাওড়া থেকে ছাড়া কিছু ট্রেনে এই ব্যবস্থা চালু করেছে দক্ষিণ-পূর্ব রেলও।

