kora anti ship missileBreaking News Technology 

সফল পরীক্ষায় নেভির অ্যান্টি শিপ মিসাইলে ধ্বংস সঠিক লক্ষ্যবস্তু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের বুকে চলল নৌবাহিনীর মিসাইল পরীক্ষা। জানা গিয়েছে, লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানল ভারতীয় নৌবাহিনীর এই অ্যান্টি শিপ মিসাইলটি। সূত্রের খবর, এদিন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কোরা থেকে পরীক্ষামূলকভাবে এই অ্যান্টি শিপ মিসাইলটি ছোড়া হয়। নৌবাহিনী সূত্রে খবর, ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেই নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে এই মিসাইলটি। লক্ষ্যবস্তু হিসেবে যে জাহাজটিতে মিসাইলের আঘাত হেনেছে, সেটিতে সঙ্গে সঙ্গে আগুন লাগার পাশাপাশি সেটি ধীরে ধীরে ডুবেও যায়।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি ভিডিও জারি করা হয়েছিল। সেখানেও দেখা যায়, আরব সাগরে আইএনএস প্রবাল নামক যুদ্ধজাহাজ থেকে ছোড়া একটি অ্যান্টি শিপ মিসাইল সঠিকভাবে লক্ষ্যবস্তু একটি জাহাজকে আঘাত হানতে সক্ষম হচ্ছে। প্রসঙ্গত, এ মাসের শুরুতেই সেনাপ্রধান ভারতীয় নৌবাহিনীর চতুর্থ অ্যান্টি সাবমেরিন স্টেলথ যুদ্ধজাহাজ আইএনএস কাভারত্তি-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এটি চতুর্থ অ্যান্টি সাবমেরিন স্টেলথ টেকনোলজির যুদ্ধজাহাজ বলে নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment