বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য খুলে দেওয়া হল দর্শকদের জন্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পশুপ্রেমীদের জন্য খুশির খবর। সূত্রের খবর,বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য খুলে দেওয়া হল দর্শকদের জন্য।
জানা গিয়েছে, শুক্রবার থেকে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হল বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য। করোনা আবহে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল এই মিনি জু। ২ অক্টোবর থেকে পশুপ্রেমীদের জন্য খুলে দেওয়া হল বর্ধমানের রমনাবাগানের এই চিড়িয়াখানা।সূত্রের আরও খবর, স্বাস্থ্যবিধি মেনেই চিড়িয়াখানা খোলা হবে এমনটা জানানো হয়েছিল। বিশেষ ব্যবস্থা নিয়ে অনলাইনে টিকিট কাটার পরিকাঠামো তৈরি করা হয়।
এক্ষেত্রে মাস্কে মুখ ঢাকা বাধ্যতামূলক করা হয়েছে। আবার সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে দর্শকদের। এই মিনি জু-তে রেলিংয়ে হাত দেওয়ার বিষয়ে বিধি-নিষেধ রয়েছে। স্যানিটাইজার মেশিন বসানো হচ্ছে রমনাবাগান অভয়ারণ্য-এ। নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা হবে এই চিড়িয়াখানা। বনদপ্তর বর্ধমানের গোলাপবাগ রমনাবাগান অভয়ারণ্য-র আকর্ষণ বাড়াতে বেশ কিছু প্রয়াস নিয়েছে।

